আশা জাগিয়ে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: প্রথম সেটে সার্ভ, অ্যাটাক সবকিছু হলো ঠিকঠাক। দাপুটে জয় এলো। শ্রীলঙ্কার বিপক্ষে ভলিবলে প্রথম জয়ের আশাও উঁকি দিল। কিন্তু পরের সেটগুলো যতই গড়াল, ছন্দ হারালেন জাবির-সুজনরা। ভলিবলে শ্রীলঙ্কার বিপক্ষে জয় অধরাই থাকল বাংলাদেশের।
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন মেনস ভলিবল চ্যালেঞ্জ কাপে রোববার শ্রীলঙ্কার কাছে ৩-১ সেটে হারে বাংলাদেশ। চলতি আসরে টানা দুই জয়ের পর প্রথম হারের তেতো স্বাদ পেল আলিপোর আরোজির দল। শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেই ফাইনাল নিশ্চিত হতো বাংলাদেশের। আগামী সোমবার উজবেকিস্তানের বিপক্ষে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিকরা। ওই ম্যাচের ফলের ওপর নির্ভর করছে বাংলাদেশের ফাইনালে ওঠা।
প্রথম সেটে শুরু থেকে শ্রীলঙ্কার বিপক্ষে আধিপত্য করতে থাকে বাংলাদেশ। শ্রীলঙ্কা পারেনি তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়তে। ২৫-১৭ পয়েন্টের জয় নিয়ে এগিয়ে যায় জাবির-হরষিতরা। দ্বিতীয় সেটে হয় জমজমাট লড়াই। এক পর্যায়ে ২৪-২৪ সমতার পর শেষ দুই পয়েন্ট হারিয়ে বসে বাংলাদেশ। ২৬-২৪ পয়েন্টের জয় নিয়ে সমতা ফেরায় শ্রীলঙ্কা।
তৃতীয় সেটেও হয়েছে জমজমাট লড়াই। ১১-১১ থেকে এক পর্যায়ে ১৫-১১ পয়েন্টে এগিয়ে যায় শ্রীলঙ্কা। বাংলাদেশের মুঠো থেকে জয় ফসকে যেতে থাকে একটু একটু করে। স্বাগতিকরা হেরে যায় ২৫-১৮ পয়েন্টে। চতুর্থ সেটেও ছন্দ ফিরে পায়নি বাংলাদেশ; হেরে যায় ২৫-২১ পয়েন্টে।
বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন উইমেন্স ভলিবল চ্যালেঞ্জ কাপে বাংলাদেশের মেয়েরা শ্রীলঙ্কার কাছে ৩-০ সেটে (২৫-৯, ২৫-১৪, ২৫-৯) হেরেছে। এ নিয়ে চার ম্যাচ হারল পান্না-ডলিরা। আগের তিন ম্যাচে কিরগিজস্তান, উজবেকিস্তান ও নেপালের কাছেও একই ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।


প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২১ | সময়: ৬:৫০ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর