সর্বশেষ সংবাদ :

৪০ বছর পর কোপা দেল রে জিতেছে বিলবাও

স্পোর্টস ডেস্ক: সাফল্যের বিচারে কোপা দেল রের ইতিহাসে দ্বিতীয় সেরা দল অ্যাথলেতিক বিলবাও। অথচ এই দলটাই শিরোপা জেতেনি গত ৪০ বছর! ১৯৮৪ সালের পর অবশেষে সেই ট্রফি খরা ঘুচিয়েছে বিলবাও। মায়োর্কাকে স্নায়ুক্ষয়ী ফাইনালে শুটআউটে ৪-২ গোলে হারিয়ে ২৪তম শিরোপা জিতেছে তারা।
অথচ বিগত বছরগুলো ভীষণ হতাশায় কেটেছে তাদের। টানা ৬বার স্প্যানিশ কাপের ফাইনালে উঠেও ফিরেছে শূন্য হাতে। ২০১২ সালে অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে হার দেখেছে ইউরোপা লিগ ফাইনালেও। গতকালকেও চ্যালেঞ্জটা সহজ ছিল না। অতীতের সব যন্ত্রণা ভুলে সবটা নিংড়ে দেওয়ার চেষ্টা ছিল তাদের। শুটআউটে তাদের ২৩ বছর বয়সী গোলকিপার জুলেন আগিরেজাবালার কৃতিত্বও কম নয়। স্পট কিকের একটি রুখে দিয়েছেন তিনি। আরেকটি লক্ষ্যের বাইরে মেরে নষ্ট করেন রাডোনচিক। বিপরীতে স্পট কিক নেওয়ার ক্ষেত্রে নিখুঁত ছিলেন বিলবাওর খেলোয়াড়রা। টানা চার শটেই তারা স্কোর করেছেন। বিলবাওর এই সাফল্যের পেছনে রয়েছেন সাবেক বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভারদে। ম্যাচের পর বলেছেন, ‘এই শিরোপার সঙ্গে অন্য কোনও কিছুর তুলনা নেই।’
খেলা শেষের পর ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পাওয়া নিকো উইলিয়ামসন আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন, ‘ক্লাবের হয়ে ইতিহাস গড়তে পারায় আমি সত্যিই খুব আনন্দিত। অনেক বছর ধরেই এর স্বপ্ন দেখছিলাম আমি। আমি সবটুকু নিংড়ে দিয়েছিলাম।’
ম্যাচটা নির্ধারিত সময় আর অতিরিক্ত সময়ের খেলা শেষেও ১-১ সমতায় ছিল। অথচ পুরো ম্যাচে বল দখলে ৭০ শতাংশ এগিয়ে ছিল বিলবাও। তার পরেও ২১ মিনিটে গোল হজম করে তারা। গোলটি করেছেন মায়োর্কার দানি রদ্রিগেজ। শেষ পর্যন্ত ৫০ মিনিটে ওহিয়ান সানচেতের গোলে সমতা ফেরায় বিলবাও। তার পর বেশ কয়েকবার হানা দিয়ে সুযোগ তৈরি করলেও দলটি ব্যর্থ হয়েছে। বিশেষ করে অতিরিক্ত সময়ে নিকো উইলিয়ামস গোলের কাছেই চলে গিয়েছিলেন। দুর্ভাগ্য শট গিয়ে আঘাত করে পোস্টে! কোপা দেল রেতে সবচেয়ে সফল দলটি বার্সেলোনা। তাদের শিরোপার সংখ্যা ৩১টি। তার পরেই ২৪টি শিরোপা নিয়ে দুইয়ে অবস্থান করছে বিলবাও।


প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৪ | সময়: ৬:০৭ পূর্বাহ্ণ | সুমন শেখ