সর্বশেষ সংবাদ :

বাগমারায় নৌকার প্রার্থী কালামের গণসংযোগ

স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারা উপজেলার কাচারীকোয়ালীপাড়া ও ভবানীগঞ্জ পৌরসভা এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রচারনা চালিয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ। রবিবার সকাল থেকেই তিনি ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছেন।
জানা যায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ বাগমারা আসনে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ দলীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে প্রথমে কাচারীকোয়ালীপাড়া ইউনিয়নের পীরগঞ্জ বাজার, মোহনপুর, কালিকাপুরসহ ওই ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। এছাড়াও বিকেলে উপজেলা সদর ভবানীগঞ্জ পৌরসভার চাঁনপাড়া, সূর্য্যপাড়া, উত্তরএকডালা, পাহাড়পুর, ভবানীগঞ্জ বাজার এলাকাসহ বিভিন্ন মহল্লায় ভোটারদের কাছে গিয়ে প্রচারণা চালায়।
গণসংযোগে সঙ্গে ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাড, জাকিরুল ইসলাম সান্টু, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. পিএম শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক প্রভাষক মাহাবুবুর রহমান।
এদিকে সন্ধ্যায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড. জাকিরুল ইসলাম সান্টুর রাজনৈতিক কার্যালয়ে ভবানীগঞ্জ বণিক সমিতির সকল ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
এসময় ছিলেন, বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম হেলাল, সাধারণ সম্পাদক মাজেদুর রহমান, ব্যবসায়ী হাফিজুর রহমান, সরদার সানাউল হক, মাহফুজুর রহমান।


প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৩ | সময়: ৪:৩৬ পূর্বাহ্ণ | সুমন শেখ