বদলগাছীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:

“দুর্যোগের প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

রবিবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সামসুল আলম খাঁন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বদলগাছী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাহেরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নিত্যনন্দ কুমার পাল, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা সন্ধ্যা লিন্ডুয়ার, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এস. এম. তৌফিক মান্নান পলাশ, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মমতাজ চৌধুরী’সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ প্রমূখ।

সানশাইন / শামি


প্রকাশিত: মার্চ ১০, ২০২৪ | সময়: ৫:৫১ অপরাহ্ণ | Daily Sunshine