নারী নির্যাতনের প্রতিবাদে ‘‘Odd Dot Selfie ” নামে ব্যতিক্রম উদ্যোগ সারা জাকেরের

স্টাফ রিপোর্টার :

বাংলাদেশে প্রতি তিনজন নারীর একজন নারী নির্যাতনের শিকার হচ্ছে। এসব নারীরা নিজ পরিবারের,সমাজের। তবে নির্যাতনের শিকার এই নারীদেরসহায়তায় সেভাবে কোন প্রতিবাদ দেখা যাচ্ছে না। আর আমাদের সমাজের নারীদের শেখানো হয় চুপ থাকতে। নারীদের এই প্রথা থেকে সরে এসে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সারা জাকের।

 

‘‘‘Odd Dot Selfie ” নামের একটি গ্রুপ খোলা হয়েছে যেখানে প্রতিবাদের ভাষা হিসেবে জানানো হয়েছে নারীর সাজের চিরায়িত সঙ্গী কপালের টিপ।

কপালের এই টিপ মাঝখানে সোজা না রেখে বাঁকা ভাবে সরিয়ে দিয়ে সেলফি তুলে  #OddDotSelfie লিখে ছবি শেয়ার করে এই প্রতিবাদে যোগ দিতে আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়া পরিবারের পুরুষদের প্রতি অনুরোধ জানিয়েছেন নারীদের এই উদ্যোগে অংশ নিতে সহযোগিতা করতে ।

অংশ গ্রহণের নিয়ম নিচের ছবিতে দেয়া রয়েছে :

 

 

 

 

সানশাইন / শাহ্জাদা


প্রকাশিত: মার্চ ৪, ২০২৪ | সময়: ৯:৪৪ অপরাহ্ণ | Daily Sunshine