সর্বশেষ সংবাদ :

অহঙ্কারের একুশে

সানশাইন ডেস্ক : একুশের চেতনা হৃদয়ে কতটা ধারণ করতে পারছি আমরা। বায়ান্ন সালের একুশে ফেব্রুয়ারি বাঙালি মাতৃভাষার জন্য রক্ত দেয়ার পর থেকে তো অনেক বছর কাটল। সে সময়কার মানুষের হৃদয়ে যতটা একুশে ফেব্রুয়ারি দাগ কেটেছিল, যতটা গুরুত্ব ছিল, এখনকার প্রজন্মের কাছে ততটা নেই সত্যি; কিন্তু যা আছে তা কি রক্ত দিয়ে অর্জিত ভাষার জন্য যথেষ্ট? প্রশ্ন থেকে যায়। বিশেষ করে একুশে ফেব্রুয়ারি এলে মিডিয়ার কর্মকাণ্ড দেখে ভালোই লাগে। চতুর্দিকে একুশের আবহ তৈরি করে দেয়। অনুষ্ঠান প্রচার, একুশ নিয়ে টকশো, নাটক, সিনেমা ও গণমাধ্যমের পাতাজুড়ে বড় বড় ছবি দিয়ে একুশকে ছড়িয়ে দেয়া হয় সাধারণ মানুষের চেতনায় ও মগজে। এখন কতটা সেই একুশ লালিত হচ্ছে তারকাদের মধ্যে। এমন প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে দেশের এ প্রজন্মের শোবিজ তারকাদের। প্রশ্ন করা হয়েছে, এখন শোবিজ তারকাদের মধ্যে একুশের চেতনা কতটা দেখা যায় বা হৃদয়ে কতটা ধারণ করে একুশ? সরাসরি এমন প্রশ্নের মুখে সবাই সেরাটাই বলার চেষ্টা করবে। কিন্তু বলা আর কাজ মিলিয়ে দেখলেই পাঠকরা পেয়ে যাবেন আসল উত্তর।
একুশের চেতনায় নিজেকে সবসময় উদ্বুদ্ধ করেন বলে জানিয়েছেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। তিনি বলেন, ‘আমার কাছে একুশের অর্থ হচ্ছে বাংলা ভাষার অহঙ্কারের নাম। এই একুশ দিয়ে বাংলাদেশকে বিশ্ব চিনেছে। একুশ মানে হচ্ছে আমার কাছে অনেক শ্রদ্ধা আর ভালোবাসার এক নাম। বাংলা ভাষার জন্য যারা নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন সেসব শহীদদের জন্য অনেক শ্রদ্ধা, ভালোবাসা। শুধু একুশ এলেই যে তাদের স্মরণ করি আমরা এমন নয়, আমরা বছরজুড়ে নানা সময়েই তাদের শ্রদ্ধাভরে স্মরণ করি।’


প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৩ | সময়: ৪:২২ পূর্বাহ্ণ | সুমন শেখ