মোহনপুরে যাত্রীবাহী বাস ও ব্যাটারি চালিত ভ্যানের সংঘর্ষে নিহত ২

মোহনপুর প্রতিনিধি : 
রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন। শনিবার (২০ জানুয়ারি) বেলা সোয়া ১১টায় উপজেলার সইপাড়া গ্রামের মসজিদ সংলগ্ন নওগাঁ টু রাজশাহী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

জানা গেছে, একটি যাত্রীবাহি চার্জার ভ্যান ঘটনাস্থলে পৌঁছা মাত্রই আত্রাই টু রাজশাহীগামী সিলেট-জ-১১-০০৫০ নম্বরের রাফিউল নামক একটি যাত্রীবাহী বাস ওভারটেক করার সময় ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলে ভ্যানচালক বড়াইল গ্রামের সিরাজ উদ্দিন (৫০) ও আব্দুল্লাহ (১২) নিহত হন। ভ্যান যাত্রী অপর দুজন মোসা. নাফিসা (১৪) ও আব্দুল কুদ্দুস (৪০) গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে রেফার্ড করেন।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মন্ডল জানান, দুর্ঘটনা কবলিত বাস থানায় জব্দ করা হয়েছে। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

সানশাইন / শামি


প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৪ | সময়: ৯:৩৯ অপরাহ্ণ | Daily Sunshine