বিভিন্ন উপজেলা ও ইউপিতে উন্মুক্ত বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার: সোমবার রাজশাহীর পবা উপজেলা পরিষদ, পবা উপজেলার দামকুড়া, দুর্গাপুর উপজেলার নওপাড়া, বাগমারা উপজেলার গোবিন্দপাড়া, মান্দা উপজেলার বিষ্ণুপুর, প্রসাদপুর ও মান্দা সদর ইউপি’র উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
পবা উপজেলা পরিষদ: পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের জন্য বাজেট অনুমোদনের লক্ষ্যে উন্মুক্ত খসড়া বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদের সভা কক্ষে এই বাজেট সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী। বাজেট সভায় ২০২২-২৩ অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসা. আরজিয়া বেগম ও মো. ওয়াজেদ আলী খাঁন, কাটাখালী পৌর ভারপ্রাপ্ত মেয়র আনোয়ার সাদাত নান্নু, উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শিরিন মাহবুবা, উপজেলা সমাজ সেবা অফিসার ইমাম হাসান শামীম, উপজেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম প্রামাণিক, উপজেলা সমবায় অফিসার সুলতানুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএনএম জহুরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রাবেয়া বসরী, ইউডিএফ জাকিয়া সুলতানা, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, গোলাম মোস্তফা, বজলে রেজভী আল হাসান মঞ্জিল, মফিদুল ইসলাম বাচ্চু, শাহাদাৎ হোসাইন সাগর, রফিকুল ইসলাম, শাহাদাত হোসেন সাব্বির, সাঈদ আলী মোর্শেদসহ সভায় আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, সাংবাদিক, উপজেলা প্রশাসনিক বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বাজেট সভায় মোট ৮ কোটি ৬৯ লাখ ৫ হাজার ৯০২ টাকার বাজেট ঘোষণা করা হয়। ২০২২-২৩ অর্থ বছরের জন্য রাজস্ব বাজেট আয় ৬ কোটি ৬ লাখ ২২ হাজার ২৭৬ টাকা এবং এর ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৯২ লাখ ১৬ হাজার ৩৭৪ টাকা। এছাড়াও উন্নয়ন খাতে বাজেট আয় ৫ কোটি ৫৫ লাখ টাকা। এর ব্যয়ও ধরা হয়েছে ৫ কোটি ৫৫ লাখ টাকা।
এরপর উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিবন্ধী মুক্তিযুদ্ধা শিক্ষা বৃত্তি, যুব উন্নয়ন ট্রেনিং,মাদক, বাল্যবিবাহ নিয়ে আলোচনা করা হয়।
দামকুড়া: পবা উপজেলার দামকুড়া ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দামকুড়া ইউনিয়ন পরিষদের হল রুমে এ উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
দামকুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম এর সভাপতিত্বে বাজেট সভায় অতিথি ছিলেন দামকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাক আহমেদ, যুবলীগ সভাপতি শাহীন আকতার, ইউনিয়ন কৃষকলীগ সভাপতি মুকুল হোসেন, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইব্রাহীম খলিল, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এনামুল হক।
উন্মুক্ত বাজেট উপস্থাপন করেন দামকুড়া ইউনিয়ন পরিষদের সচিব মো. কামাল হোসেন। উল্লেখ্য, বাজেটে দামকুড়া ইউনিয়নের সম্ভাব্য আয় ২ কোটি ২৪ লাখ ৪০ হাজার ২৫০ টাকা ও ব্যয় ২ কোটি ২২ লাখ ৭৬ হাজার ৬৫০ টাকা এবং উদ্বৃত্ত রাখা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬০০ টাকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দামকুড়া ইউনিয়নের সদস্য রফিকুল ইসলাম বাবু, মো. আলমগীর হোসেন, মো. বাবর আলী, মোখলেসুর রহমান, ইমরান আলী ঝন্ডু, ওয়াসিম আকরাম, আব্দুল কাদের, সেলিম উদ্দিন, আলকাস আলী ও সংরক্ষিত মহিলা সদস্য রেহানা বেগম টুকু, বেবী নাজমিন, ময়না বেগমসহ উপস্থিত স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ।
নওপাড়া: দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়ন পরিষদে ২০২২-২৩ অর্থ বছরের ১ কোটি ৮৯ লাখ ২২ হাজার ৬১৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে নওপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে উন্মুক্ত অনুষ্ঠানে বাজেট ঘোষণা করেন পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম। এ উপলক্ষে এক সভার আয়োজন করা হয়।
সভায় নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, আলীপুর বিএম কলেজের সাবেক অধ্যক্ষ শাহ আলম, নওপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি তোফায়েল আহম্মেদ, আওয়ামী লীগ নেতা মাহাবুর রশিদ, জহুরল ইসলাম, মাহাবুর রহমান, ইউপি সদস্য আমজাদ হোসেন, আব্দুল মালেক, রুবেল হক, ইসলাম আলী, বেদেনা বেগম, বিলকিস খাতুন।
গোবিন্দপাড়া: রাজশাহীর বাগমারা উপজেলার ১নং গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। সোমবার সকালে গোবিন্দপাড়া ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে ও ইউপি সদস্য আফজাল হোসেনের সঞ্চালনায় গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদ হল রুমে এ বাজেট ঘোষণা করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান ফজলুর রহমান,ইউপি সদস্য গোলাম মোস্তফা,ফজের আলী,শহিদুল ইসলাম,আলা উদ্দিন,শহিদুল ইসলাম,খোরশেদ আলম,আশরাফুল ইসলাম,সংরক্ষিত মহিলা ইউপি সদস্য অনিমা রাণী,মরিয়ম বিবি, আসমা বিবি, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ইলিয়াস খন্দকার। এছাড়াও উপস্থিত ছিলেন গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান সুরাত আলী প্রাং, গোবিন্দপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক আশরাফুল ইসলাম বাবু,সাধারণ সম্পাদক কছিম উদ্দিন,সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম, সহকারী শিক্ষক মনিরুজ্জামান, সাইদুর রহমান, আনোয়ার পারভেজ প্রমূখ। এসময় বাজেট ঘোষণা করেন গোবিন্দপাড়া ইউপি সচিব আসাদুজ্জামান লিটন। এতে গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের আয় ও ব্যয় ২ কোটি ১৯লাখ ৮৭ হাজার ৮৪২টাকা।
বিষ্ণুপুর, প্রসাদপুর ও মান্দা সদর ইউনিয়ন: নওগাঁর মান্দা উপজেলার তিন ইউনিয়নে ২০২২-২৩ অর্থবছরে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ সোমবার আয়োজিত সুধী সমাবেশের মধ্য দিয়ে বিষ্ণুপুর, প্রসাদপুর ও মান্দা সদর ইউনিয়নে এ বাজেট ঘোষণা করা হয়।
এ উপলক্ষে বিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম আজমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক মোল্লা। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক নুরুল ইসলাম, অধ্যক্ষ আব্দুস সালাম, অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান প্রমূখ। শেষে এ ইউনিয়নে ২ কোটি ৭৭ লাখ ২০ হাজার ৬৮১ টাকার বাজেট ঘোষণা করেন ইউপি সচিব ইউনুস আলী।
অন্যদিকে প্রসাদপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিনের সভাপতিত্বে বাজেট সভায় বক্তব্য দেন অধ্যক্ষ জহুরুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক বীরমুক্তিযোদ্ধা আয়েন উদ্দিন, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস সাত্তার, প্রধান শিক্ষক সদেরুল ইসলাম প্রমূখ। এ ইউনিয়নে ২০২২-২৩ অর্থ বছরে ২ কোটি ৪২ লাখ ৫১ হাজার ৩২৩ টাকার বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব জাইদুল ইসলাম।
এছাড়া মান্দা সদর ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য দেন প্রধান শিক্ষক গোলাম সোরয়ার স্বপন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অনুপ কুমার কুন্ডু, সাবেক চেয়ারম্যান মহসীন রেজা, যুবলীগনেতা কামরুল ইসলাম পাশা প্রমূখ। আলোচনা সভার আগে এ ইউনিয়নে ৩ কোটি ৪০ হাজার ৯৭৪ টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব মিজানুর রহমান।


প্রকাশিত: মে ৩১, ২০২২ | সময়: ৬:৪৯ পূর্বাহ্ণ | সুমন শেখ