সর্বশেষ সংবাদ :

পবায় কম্বল পেল এতিম ও অসহায় শীতার্ত মানুষ

স্টাফ রিপোর্টার: সারাদেশে ন্যায় রাজশাহীতেও ঘন কুয়াশার সাথে শীত জেঁকে বসেছে। পৌষের কনকনে হাড় কাঁপানো শীতে কাবু হয়ে পড়েছে অসহায় মানুষ। এতিম, দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষের কষ্ট নিবারণে পাশে দাঁড়িয়েছে পবা উপজেলা প্রশাসন।
রোববার পবার পাকুড়িয়া এলাকায় অবস্থিত ‘হাজেরা আমির এতিমখানা’র শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়াও পবা উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট সাড়ে পাঁচ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, পবা উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ, সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির প্রমুখ।
এই শীতে কম্বল উপহার পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন এতিমখানার অসহায় শিশুরা। এতিম শিশুরা জানায়, ‘এ বছর ঠান্ডা খুব বেশি পড়ছে। রাত হইলে ঘন কুয়াশার সাথে কনকনে শীত পড়ছে। তীব্র শীতে এতিমখানা’র শিশুরা অনেক কষ্টে রাতে ঘুমাতো।
পারিলা ইউনিয়নের বজরপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা এশিয়ার ক্ষুদ্রতম ‘মা’ মাসুরা বলেন, ‘রাতত খুব ঠান্ডা লাগে। আজকে কম্বলটা গাওত দিয়ে আরামে ঘুমামু। আল্লাহ তোমাকরে ভালো করবে।’ কম্বল পেয়ে সুফিয়া খাতুন বলেন, ‘হামার বয়স হচে, শরীলত আর শীত সহ্য হয় না। কয় দিন অ্যানাক কুয়াশা আর শীত বেশি পড়িছিল, তখন কষ্ট হওছিল। কম্বলটা পেয়ে মোর শীতের কষ্ট অনেকটা চলে গেলো।’


প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৪ | সময়: ৬:০২ পূর্বাহ্ণ | সুমন শেখ