পুঠিয়ার তিন ফসলী জমিতে পুকুর খনন বন্ধের দাবীতে মানববন্ধন

পুঠিয়া প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ার মঙ্গলপাড়া গড়া মাঠে তিন ফসলী জমিতে পুকুর খনন বন্ধের দাবীতে মানববন্ধন করেছে কৃষকরা। শনিবার(২৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার মঙ্গলপাড়া মাঠে মানববন্ধনের আয়োজন করেন মঙ্গলপাড়া, দীঘিরপাড় ও গোড়াগাছী গ্রামের কৃষকগণ।

 

 

এ সময় কৃষক আব্দুল গাফ্ফার, ব্যবসায়ী খোরশেদ আলম, কৃষক তরিকুল ইসলাম, আব্দুল বাসার, জহুরুল ইসলাম, ফজলুর রহমান, সলেমান মন্ডল, মফিজ উদ্দিন, আনিছুর রহমান, রফিক মোল্লা সহ শতাধিক কৃষকগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আমাদের মঙ্গলপাড়া গড়া বিলের সাথে সংযুক্ত রয়েছে, সুকপাড়া, আমঘোষপাড়া, সাতঘোষপাড়া, ইউসুফপুর, বাগপাড়া বিল। এখানে প্রায় ৪০০ বিঘা ৩ ফসলী জমি রয়েছে। সেই জমিতে পমপাড়ার অসাধু ব্যবসায়ী ও ভূমি দস্যু মোঃ আলিমুদ্দিন ও ইব্রাহিম সহ কয়েক জন ৩০ নভেম্বর রাত সাড়ে ১২ টার দিকে ভেকু মেশিন নামানোর চেষ্ঠা করে সে সময় এলাকাবাসী বাধা দেয়। এরপর তার আমাদের ছেলেদের নামে মিথ্যা ভেকু ভাংচুর ও চাঁদাদাবীর মামলা করেন। আমরা এলাকাবাসী দাবী, তিন ফসলী জমিতে পুকুর খনন করতে দেওয়া হবে না। আর আমাদের নামে মিথ্যা মামলা করা হয়েছে তা সুষ্ট তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবী জানান।

সানশাইন/সোহরাব


প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৩ | সময়: ৬:৪৫ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর