চাঁপাইনবাবগঞ্জে চেম্বারের সভায় হট্রোগোল তোপের মুখে সভাপতি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের বার্ষিক সাধারণ সভায় সভাপতির বিভিন্ন অনিয়ম, সদস্যদের খাবার দিতে না পারা ও সহযোগী ৬৪ জন সহযোগী সদস্য দাওয়াত না দেওয়ায় সদস্যদের তোপের মুখে পড়েছেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ আব্দুল ওয়াহেদ। শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে চেম্বার ভবনের সম্মেলন কক্ষে সদস্যদের তোপের মুখে পড়েন।

 

 

 

 

এ পযায়ে সভাপতি সদস্যদের সব প্রশ্নের উত্তর না দিয়ে নিচে নিজের রুমে চলে যান। এছাড়াও চেম্বারের সাধারণ ও সহযোগী সদস্যরা সভা শেষে খাবার না পেয়ে বিক্ষোভ করেন। এ ব্যাপারে চেম্বার সভাপতি মোঃ আব্দুল ওয়াহেদ অভিযোগ অস্বীকার করে বলেন, যারা নির্বাচনে পরাজিত হয়েছেন তারা সভায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে মাত্র। আর খাবার না পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, তারা খাবার না নিয়ে বাইরে লোক দেখানো বিক্ষোভ করেছে।

 

 

 

 

সানশাইন/সোহরাব


প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৩ | সময়: ১০:০১ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর