নিয়ামতপুরে অবৈধভাবে ফসলী জমির মাটি কাটায় লাখ টাকা জরিমানা

নিয়ামতপুর প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে তিন ফসলি কৃষি জমি থেকে মাটি কাটার অভিযোগে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন -২০১০ ধারায় জাহাঙ্গীর আলম (৪৫) নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের রূপনারায়নপুর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস। অভিযুক্ত জাহাঙ্গীর আলম উপজেলার সদর ইউনিয়নের রূপনারায়নপুর গ্রামের মৃত সেলামান আলীর ছেলে।

 

 

 

 

 

 

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার রূপনারায়নপুর এলাকায় খেয়াল-খুশিমতো অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাঁটা, রাস্তা ধ্বংস ও পরিবেশ নষ্ট করায় জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ভবিষ্যতে এমন অপরাধের পুনরাবৃত্তি করবে না মর্মে মুচলেকা গ্রহণ করা হয়।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রূপম দাস বলেন, ফসলি জমি থেকে মাটি উত্তোলন করা অবৈধ। এতে ফসলি জমির ক্ষতি হয়। অবৈধ মাটি উত্তোলন বন্ধে ও কৃষি জমি এবং পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে। অভিযানে থানা পুলিশের একটি চৌকস টিম উপস্থিত ছিল।

 

 

 

 

 

 

সানশাইন/সোহরাব


প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৩ | সময়: ৫:৩৯ অপরাহ্ণ | Daily Sunshine