নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জিএম’র রাজশিক বিদায় সংবর্ধনা

বড়াইগ্রাম প্রতিনিধি:
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মহাব্যবস্থাপকের (জিএম) শেষ কর্মদিবস শনিবার। আর এই দিনকে স্মবরণীয় করে রাখতে রাজশিক বিদায় সম্বর্ধনার আয়োজন করেন এর কর্তমর্তা-কর্মচারীগণ।

 

 

বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় সমিতির সদর দপ্তর মাঠে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমিতি বোর্ডের সভাপদি ওয়াছেকত আলী সোনার। অনুষ্ঠানে স্মৃতি চারণমূলক বক্তৃতা করেন নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মহাব্যবস্থাপক এমদাদুল হক, সাবেক সভাপতি জামিল হোসেন, ফুলবার হোসেন, পরিচালক মাহফুজুর রহমান, মর্জিনা খাতুন, জহুর আহমেদ, ডিজিএম কারিগরি জাহাঙ্গীর আলম, ডিজিএম রঞ্জন কুমার, ডিজিএম মোমিনুর রহমান, সুবির কুমার, রেজাউল ইসলাম, এজিএম মামুনুর রশিদ, সোহাইল আকরাম, আব্দুল খালেক প্রমুখ।

 

 

 

 

সবশেষে নিজের বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ মূলক বক্তৃতা করেন বিদায়ী বন্ধু জিএম মোমীনুল ইসলাম। তিনি ঝিনাইদহ ক্যাডেট কলেজ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা জীবন শেষ করে ১৯৮৯ সালে পল্লী বিদ্যুৎ সমিতিতে এজিএম হিসেবে কর্মজীবন শুরু করেন। ১১টি সমিতি ঘুরে জিএম হিসেবে এই সমিতি থেকে অবসর গ্রহণ করেন।

সানশাইন/সোহরাব


প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৩ | সময়: ৪:৩৭ অপরাহ্ণ | Daily Sunshine