বড়াইগ্রামে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

বড়াইগ্রাম প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে বিনামুল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (১১ অক্টোবর) দুপুরে বড়াইগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার মাধ্যমে ৪ হাজার ৯শো ৫৫জন কৃষকের মাঝে ১ কেজি সরিষাা বীজ ১০ কেজি পটাশ ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়েছে। এ সময় বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নাটোর-৪ আসনের এমপি আলহাজ্ব সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

 

 

 

 

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, কৃষি সম্প্রসারণ অফিসার মেজবাউল আরেফিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল খায়ের ও সাংবাদিক সাঈদ সিদ্দিক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার শারমিন সুলতানা, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মাহাদি হাসান।

 

 

সানশাইন/সোহরাব


প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৩ | সময়: ৫:৪১ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর