নওগাঁয় প্রকাশ্যে বাইক ও টাকা ছিনতাই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় প্রকাশ্য দিবালোকে ওষুধ কোম্পানীর এক বিক্রয় প্রতিনিধির মোটরসাইকেল ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের বালিয়াগাড়ী মোড়ে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় বৃস্পতিবার মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের সোনলিয়া গ্রামের মৃত ভবেন্দ্রনাথ হাজরার ছেলে তপন কুমার প্রতিদিনের ন্যায় ঘটনার দিন সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ শহরে বেসরকারি একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির কাজ করার সুবাধে মোটরসাইকেলযেগে যাচ্ছিলেন। সেই সময় উক্ত ঘটনাস্থলে পৌঁছালে পুর্ব শত্রুতার জের ধরে ওই এলাকার সন্ত্রাসী ও বেশ কিছু মামলার আসামী মৃত কাইয়ুম হেসেনের ছেলে মোস্তাকিম ও তার বড় ছেলে সোহাগ তপন কুমারের পথরোধ করে। এরপর তার মোটরসাইকেল ও নগদ ২০ হাজার টাকা ছিনতাই করে। পাশাপাশি তাকে এলাপাতাড়ী মারপিট করার এক পর্যায়ে গলায় পা দিয়ে শ^াসরোধের চেষ্টা করে। সাথে সাথে তপন কুমারের চিৎকারে দুবলহাটি বাজারের হেলাল হুজুরসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে দেয়। এ ঘটনায় তপন কুমার নওগাঁ আদালতে বৃহস্পতিবার ১০ থেকে ১৫ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর মামলার বাদী তপন কুমারকে প্রাননাশের হুমকি দিয়ে আসছে তারা। তাই এ ঘটনায় তপন কুমারের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।


প্রকাশিত: মে ৫, ২০২৪ | সময়: ৫:০৭ পূর্বাহ্ণ | সুমন শেখ