রাজশাহীতে ভারী বর্ষণের সময় নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ীতে ভারী বৃষ্টির সময় পুকুরের মাছ ভেসে যাওয়া আটকাতে গিয়ে নিখোঁজ মোকসেদ আলী (৫৫) নামের এক কৃষি শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার গোদাগাড়ী উপজেলার কমলাপুর বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
মোকসেদ আলী রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা গ্রামের বাসিন্দা। গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা বৃষ্টিতে গোদাগাড়ীর পাতিকোলা ও কমলাপুর বিলের শত শত পুকুর ভেসে যায়। ওই সময় কমলাপুর বিলে এক মালিকের পুকুর রক্ষার জন্য ২৫ জন কৃষি শ্রমিক দুর্গাপুর থেকে সেখানে গিয়েছিলেন। পুকুরের মাছ ধরার কাজে নিয়োজিত ২৫ জন শ্রমিক এই স্রোতে ভেসে যান। পরে স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে ২৪ জনকে উদ্ধার করে। তবে ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন মোকসেদ আলী নামের একজন। শনিবার স্থানীয়রা ওই বিলে জাল দিয়ে মাছ ধরার সময় তাদের জালে আটকা পড়ে কৃষক মোকসেদের লাশ। পরে থানায় খবর দিয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।


প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৩ | সময়: ৬:৫৪ পূর্বাহ্ণ | সুমন শেখ