জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন ৩০ সেপ্টেম্বর

স্টাফ রিপোর্টার: আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বাষিক সাধারণ নির্বাচন। নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটি। নওদাপাড়া বাস টার্মিনালে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এবারে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বাষিক সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৯ জন প্রার্থী। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
আলোচনায় নির্বাচন পরিচালনা কমিটি সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম রফিক, সদস্য সচিব অ্যাডভোকেট মুসাবিরুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নিযাজ-উল-আযীম, আব্দুল মোমিন ও ওয়ালিউল্লাহ জিয়া।
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বাষিক সাধারণ নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ২১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৯ জন প্রার্থী। নির্বাচনের মোট ভোটার সংখ্যা হলো তিন হাজার ৯০২ জন। এবারের নির্বাচন পরিচালনা কমিটি-২০২৩ এর প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন রফিকুল ইসলাম রফিক।
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বাষিক সাধারণ নির্বাচনে সভাপতি পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন, কামাল হোসেন রবি (সিলিং ফ্যান), জাহাঙ্গির আলী (দোয়াত কলম) এবং হামিদুর আলম সাজু (ঘোড়া)।
সহ-সভাপতির ২টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন, আব্দুল লতিফ (রেডিও), রজব আলী(ফুটবল), রফিক আলী পাখি (টিয়া পাখি), শাহাদৎ হোসেন সুমন (কাপ-পিরিচ), হারুনুর-অর-রশিদ (সিংহ), হায়দার আলী (শহীদ মিনার)।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছে ২ জন, মমিনুল ইসলাম মোমিন (ট্রাক্টর) এবং মাহাতাব হোসেন চৌধুরী (স্টিমার)।
সহ-সাধারণ সম্পাদকের ২টি পদে ৫ জন, আরিফ শেখ (হাতি), গাজী(উট), মানিক মোহন চৌধুরী গণেশ (চশমা), শাহজাহান আলী (রজনীগন্ধা), সারোয়ার হোসেন (হরিণ)। কোষাধ্যক্ষ ১টি পদে ৩ জন, আবুল কালাম আজাদ (ক্রিকেট ব্যাট), জহুরুল ইসলাম জনি (জগ), সুমন আলী (খরগোশ)। সাংগঠনিক সম্পাদকের ২টি পদে ৫ জন, আব্দুস সামাদ (স্লাইড রেঞ্জ), ফেরদৌস (বন্দুক), সুলতান ইসলাম (টিউবওয়েল), সোহেল রানা (কুমির), হাসান আলী দিলিপ (মোটরসাইকেল)। দপ্তর সম্পাদকের ১টি পদে ২ জন, আব্দুল কারিম (টেবিল) এবং মামুন হোসেন (হর্ণ)। সহ-দপ্তর সম্পাদকের ১টি পদে ৩ জন, বাবু (পাওয়ার ট্রিলার), শেখ দিল মোহাম্মদ কাদেরী স্বপন (শাপলা ফুল), শঙ্কর তরফদার (হ্যাচাক)।
সাংস্কৃতিক, ক্রিয়া ও প্রচার সম্পাদকের ১টি পদে ৩ জন, আব্দুর রহমান (টেবিল ফ্যান), গোলাম আযম জুলমত (ভ্যান গাড়ি), সাইদুর রহমান (দোয়েল পাখি)। সড়ক সম্পাদকের ৩টি পদে ৮ জন, আলিমুদ্দিন আলী (তাল), আরমান আলী (আপেল গাছ), আব্দুল মালেক (ফুলদানি), কাজিরুল ইসলাম সেলিম (কামান), জাহাঙ্গীর আলম জনি (হাঁস), মামুন (বালতি), রিংকু কুমার দাস( স্প্রিংপাতি), সজীব আহমেদ (একতারা)।
এবারের নির্বাচনে কার্যনির্বাহী সদস্যের ৬টি পদের জন্য ১৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, আমজাদ হোসেন (ডাল রেঞ্জ), আলমগীর মোল্লা (মাইক), আশিকুল ইসলাম শাহীন (বাস গাড়ি), তরিকুল ইসলাম চঞ্চল (আনারস), নাসিরুদ্দিন আলী (কলম), নজরুল ইসলাম (চার্জার), পারভেজ হক (টায়ার), বাপ্পি সরকার (বেলচা), মুক্তার হোসেন (পাঞ্জা), মতিউর রহমান (চাঁদতারা), মিন্টু হোসেন (ঠেলাগাড়ি), মাসুম আলী (কলস), মাসুদ রানা (রেল ইঞ্জিন), সাজ্জাদ হোসেন (ঘোড়া গাড়ি), সজল হোসেন (টুপি), সেলিম হোসেন (মোবাইল), সমর কুমার রায় (হ্যান্ডশেক), শাহীন রেজা (দরজা) হায়দার আলী (ডালিম)।


প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৩ | সময়: ৭:১৩ পূর্বাহ্ণ | সুমন শেখ