গোদাগাড়ীতে মাধ্যমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা

গোদাগাড়ী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ীতে মাধ্যমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আতিকুল ইসলাম।

 

 

 

 

এ সময় বক্তব্য রাখেন মাটিকাটা আদর্শ ডিগ্রী কলেজ অধ্যক্ষ আব্দুল আওয়াল রাজুসহ স্কুলও মাদ্রাসার প্রধানরা উপস্থিত ছিলেন। আলোচ্য বিষয় ছিল, সকল শিক্ষা প্রতিষ্ঠান দশটা হতে চারটা খোলা রেখে পাঠদান অব্যাহত রাখতে হবে এবং বাল্য বিবাহ নিরোধ, স্কাউটিং গাল গাইডিং অব্যাহত রাখা, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর নতুন কারিকুলম সঠিকভাবে পালন করা, বিদ্যালয় পরিষ্কার রাখা, ল্যাব ও লাইব্রেরী ভালোভাবে পরিচালনা করা, মিড ডে মিল, শিক্ষার্থীদের ড্রেস, শিক্ষকদের ড্রেস নিশ্চিত করা, এসেম্বলি করা, প্রতিষ্ঠানের ক্যাশ বই,সকল রেজিস্টার, ডেইলি কালেকশন রেজিস্টার আপটুডেট রাখা ও ব্যাংকের মাধ্যমে হিসাব পরিচালনা করা, শিক্ষারমান উন্নয়নে সঠিক মূল্যায়ন নিশ্চিত করার বিষয়ে ব্যাপক আলোচনা করেন।

 

 

 

 

প্রধান অতিথি বলেন ইউএনও আতিকুল ইসলাম বলেন,শিক্ষা প্রতিষ্ঠান দশটা চারটা খোলা রাখা এবং সকল নিয়ম-শৃঙ্খলা সঠিকভাবে পালনের উপর বিশেষ গুরুতর করেন, অনুপস্থিত ক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করেন, তিনি বিকাল বেলায় আকস্মিক বিদ্যালয় পরিদর্শন করবেন বলে জানান ।এছাড়াও বক্তব্য রাখেন মাটিকাটা কলেজের প্রিন্সিপাল আব্দুল আওয়াল রাজু মইশালবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলী, বাসুদেবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকসেদুল হাসান মুকুল।

 

 

 

সানশাইন/সোহরাব


প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৩ | সময়: ৯:১৯ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর