নগরীতে পরিবারের নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে স্বামী ও তার পরিবারের সদস্যদের নির্যাতনের শিকার হয়ে রত্না নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার এ ঘটনায় বোয়ালিয়া থানায় মামলা দায়ের করেছেন নিহত রত্নার মা মুনজুরা বেগম।
অভিযোগ সূত্রে জানা যায়, রত্না তার স্বামী আল আমিন ও শ^াশুড়ি তাহমিনার সঙ্গে নগরীর সপুরা ছয়ঘাটি এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। প্রায় স্বামী আলামিন ও শ^াশুড়ি তাহমিনা শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালাতো রত্নার উপরে। নির্যাতনের বিষয়টি প্রায় সময় রত্না তার বাবা-মাকে জানাতো। কয়েকবার রত্নার পিতা হিরা বিষয়টি নিয়ে প্রতিবাদ জানাতে গেলে আলামিন ও তার পরিবারের লোকজন নানানভাবে হুমকি দিয়ে আসতো। সোমবার দিবাগত রাতে রত্নার মা মুনজুরা বেগম ও বাবা হিরা জানতে পারে যে, রত্না গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিরুল ইসলাম জানান, বিষয়টি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পরই জানা যাবে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৩ | সময়: ৫:১৬ পূর্বাহ্ণ | সুমন শেখ