হজের নিবন্ধন শুরু হয়নি

ঢাকা অফিস: হজের নিবন্ধন এখনও শুরু হয়নি। প্রাক নিবন্ধন কার্যক্রম চলমান থাকলেও করোনা পরিস্থিতির কারণে হজের নিবন্ধন নিয়ে প্রতারণা হতে সতর্ক থাকতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে এক শ্রেণির দালাল চক্র হজের নিবন্ধনের কথা বলে হজে যেতে আগ্রহীদের কাছ থেকে অর্থ আদায় করছে। কিন্তু করোনার কারণে হজের নিবন্ধন এখনও শুরুর সিদ্ধান্ত সরকার নেয়নি বলে জানিয়েছে মন্ত্রণালয়।


প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২২ | সময়: ৭:২৫ অপরাহ্ণ | সুমন শেখ

আরও খবর