সর্বশেষ সংবাদ :

নাটোরের লালপুরে মহানন্দা নদীতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টার:
নাটোরের লালপুর উপজেলার বড়াল নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে উর্মি বেগম (২০) নামের এক সন্তানের জননীর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত উর্মি বেগম লালপুর উপজেলার ধুপইল চকপাড়া এলাকার মো: মিনাল এর স্ত্রী ও তার ৬ মাসের একটি সন্তান রয়েছে।

 

 

 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দয়ারামপুর স্টেশনের স্টেশন অফিসার ও ওয়ার হাইজ ইন্সপেক্টর মঞ্জুরুল আলম জানান, উর্মি বেগম গোসল করতে যায়। এক পর্যায়ে সে গভীর পানিতে তলিয়ে যায়। ¯’ানীয় শত শত জনগন তাকে উদ্ধার করতে ব্যার্থ হয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দয়ারামপুর স্টেশনের মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের স্মরনাপন্ন হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের লিডার আব্দুরর রাজ্জাকের নেতৃত্বে ও ড্রাইভার রনি চালনায় একটি ডুবুরী দল ঘটনা¯’লে পৌছে উদ্ধার কাজ শুরু করেন। এক ঘন্টা খোজাখুজির এক পর্যায়ে ডুবুরী আরমান, রিপনের, সহযোগীতায় ডুবুরী খোরশেদ উর্মিকে উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যর নিকট উর্মির লাশ হস্তান্তর করা হয়।

 

 

 

সানশাইন/সোহরাব


প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৩ | সময়: ১০:৪২ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর