সর্বশেষ সংবাদ :

বিশ্বকাপ ট্রফির বিশ্ব ভ্রমণ পদ্মা ব্রিজে ফটোশুট, বসুন্ধরায় থাকবে ৯ ঘণ্টা

স্পোর্টস ডেস্ক: বিশ্ব ভ্রমণে বের হওয়া বিশ্বকাপের ট্রফি রোববার মধ্যরাতে বাংলাদেশে এসেছে। শ্রীলঙ্কা থেকে আকর্ষণীয় ট্রফিটি বাংলাদেশে এসেছে। তিনদিন এই ট্রফি থাকবে বাংলাদেশে।
আজ সোমবার প্রথম দিন এই ট্রফির ফটোসেশন হবে গর্বের পদ্মা সেতুতে। এছাড়া মঙ্গলবার ক্রিকেটারদের ফটোসেশনের জন্য মিরপুর হোম অব ক্রিকেটে এবং বুধবার শেষদিনে সাধারণ দর্শকদের জন্য রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সে নেওয়া হবে বিশ্বকাপের ট্রফি।
আইসিসির গাইডলাইন অনুযায়ী বিশেষ স্থানে বা স্থাপনার সামনে বিশ্বকাপের ট্রফির ফটোসেশন করা যাবে। বিসিবির আগ্রহে এবার পদ্মা সেতুতে হবে ফটোসেশন। ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘের সেতুটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প হিসেবে বিবেচিত। মাওয়া প্রান্তে বিকেল ৩টায় হবে এই ফটোসেশন।
৮ আগস্ট মিরপুর হোম অব ক্রিকেটে সকাল ৯টা থেকে ১২ পর্যন্ত ট্রফি থাকবে। যেখানে জাতীয় দলের ছেলে ও মেয়েরা ট্রফির দেখা পাবেন। এছাড়া বর্তমান ও সাবেক ক্রিকেটার, অফিসিয়াল, সংগঠক ও গণমাধ্যমের জন্য ট্রফি উন্মুক্ত থাকবে। ৯ আগস্ট সাধারণ দর্শকরা ট্রফির দেখা পাবেন। বসুন্ধরা সিটি শপিং মলে সকাল ১১টা থেকে ৮ পর্যন্ত ট্রফির সঙ্গে ছবি তুলতে পারবেন দর্শকরা।
গত জুনে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩ এর ট্রফি উন্মোচিত হয়। ভূপৃষ্ঠ থেকে ১ লাখ ২০ হাজার ফুট উপরে স্ট্রাটোস্ফিয়ার থেকে ট্রফিটি নেমে আসে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ট্রফিটি বিশ্বের ১৮টি দেশের ৪০ এর অধিক শহর ঘুরবে। বাংলাদেশ থেকে এই ট্রফি যাবে কুয়েতে। ৩ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকায় শেষ হবে ট্রফির বিশ্বভ্রমণ। সবশেষ তার গন্তব্য ভারতে। আগামী ৫ অক্টোবর শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। দশ দলের অংশগ্রহণে যা চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। ভারতের ১০টি শহরের ১০টি ভেন্যুতে ৪৬ দিনে বিশ্বকাপের মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে।


প্রকাশিত: আগস্ট ৭, ২০২৩ | সময়: ৫:৪৮ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর