রাত পোহালেই পবিত্র ঈদুল আযহা

স্টাফ রিপোর্টার : আজ বুধবার রাত পোহালেই বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা। ইসলামের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসবের একটি। বাংলাদেশে এ উৎসবটি কোরবানির ঈদ নামে পরিচিত। ঈদুল আজহা অর্থ হলো ত্যাগের উৎসব। আসলে এটির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ত্যাগ করা। এ দিনটিতে মুসলমানরা তাদের সাধ্যমতো ধর্মীয় নিয়মানুযায়ী উট, গরু, দুম্বা কিংবা ছাগল কোরবানি বা জবাই করে থাকেন।
ঈদের নামাজের পরই আল্লাহর সন্তুষ্টির আশায় পশু কোরবানির মধ্য দিয়ে শুরু হবে ঈদুল আজহা উদযাপন। পর পর দু’টি কোরবানি ঈদের আনন্দ নির্জীব করে রাখে করোনা। এবারো শঙ্কামুক্ত হওয়া যায়নি, কারণ করোনার থাবা আবারো হানা দিয়েছে। করোনা পরিস্থিতিতে এবারের ঈদের আয়োজনে ফের যুক্ত হয়েছে স্বাস্থ্য সতর্কতা।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঈদুল আজহার তাৎপর্য সম্পর্কে জানা যায়, হজরত ইবরাহিম (আ.) আল্লাহ তায়ালার আদেশ পালনের উদ্দেশ্যে প্রাণপ্রিয় জ্যেষ্ঠ পুত্র হজরত ইসমাইল (আ.)-কে তাঁর পূর্ণ সম্মতিতে কোরবানি করতে উদ্যত হন। মক্কার নিকটস্থ ‘মিনা’ নামক স্থানে ৩ হাজার ৮০০ সৌরবছর আগে এই মহান কোরবানির উদ্যোগ নেওয়া হয়। তাঁর ঐকান্তিক নিষ্ঠায় সন্তুষ্ট হয়ে আল্লাহ হজরত ইবরাহিম (আ.)-কে তাঁর পুত্রের স্থলে একটি পশু কোরবানি করতে আদেশ দেন। আল্লাহর প্রতি অবিচল আনুগত্য ও নজিরবিহীন নিষ্ঠার এ মহান ঘটনা অনুক্রমে আজও সৌদি আরবের মিনায় এবং মুসলিম জগতের সর্বত্র আত্মত্যাগের প্রতীক হিসেবে পশু কোরবানির রীতি প্রচলিত রয়েছে।


প্রকাশিত: জুন ২৮, ২০২৩ | সময়: ৫:১০ পূর্বাহ্ণ | সুমন শেখ