চাঁপাইনবাবগঞ্জে ব্যস্ত দিন কাটালেন বিভাগীয় কমিশনার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে একটি ব্যস্ত দিন পার করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ। গতকাল শনিবার তিনি চাঁপাইনবাবগঞ্জে এসে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
তিনি সরকারের আশ্রয়ন-২ প্রকল্পের আওতাভুক্ত সদর উপজেলার সল্লাগ্রাম পরিদর্শন করেন এবং সদর উপজেলা পরিষদ চত্বরে উপকারভোগী ৭ জন নারীর মধ্যে সেলাইমেশিন বিতরণ করেন। বিভাগীয় কমিশনার সদর উপজেলা পরিষদ চত্বরে আমের মূর‌্যাল উদ্বাধন করেন।
এর আগে তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উপররাজরামপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের অধীন গ্রাম উন্নয়ন সমিতি পরিদর্শন এবং সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় গরুর প্রকল্পও ঘুরে দেখেন তিনি। এছাড়া তিনি জেলা প্রশাসনের বিভিন্ন কর্শসূচিতে অংশগ্রহণ করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন জেলা প্রশাক এ কে এম গালিভ খাঁন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা খান।


প্রকাশিত: জুন ১৮, ২০২৩ | সময়: ৪:৩০ পূর্বাহ্ণ | সুমন শেখ