নারীদের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরিতে বিশেষ উদ্যোগ নিবো : রেনী

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহিন আক্তার রেনী বলেছেন, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চাইলে উদ্যোক্তার বিকল্প নেই। নিজে উদ্যোক্তা হয়ে কিছু করার মতো আনন্দের কিছু নেই। উদ্যোক্তা যতো বাড়বে দেশ ততোই সামনের দিকে এগিয়ে যাবে।
আওয়ামী লীগ নেত্রী রেনী আরো বলেন, আগামীর বছরগুলোতে আমরা রাজশাহীতে বিভিন্ন সেক্টরে অসংখ্য উদ্যোক্তা তৈরির পরিকল্পনা নিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের পরই তা বাস্তবায়নের জন্য আমরা মাঠে নামবো।
বুধবার মহানগরীতে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বক্তব্য দেন আওয়ামী লীগ নেত্রী শাহিন আক্তার রেনী।
আওয়ামী লীগ নেত্রী শাহিন আক্তার রেনী আরো বলেন, নারীদের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরি করতে আমরা বিশেষ উদ্যোগ নিবো। যতো ধরনের সুবিধা দেয়ার প্রয়োজন তা দিবো।
মতবিনিময় সভায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাসুদুর রহমান রিংকু।


প্রকাশিত: মে ২৫, ২০২৩ | সময়: ৬:৩০ পূর্বাহ্ণ | সুমন শেখ