সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে পুলিশের অভিযানে ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত রাজশাহী মহানগরীর থানা ও গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় উদ্ধার করা হয়েছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র ও গুলি।
নগর পুলিশ জানায়, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে নগরী বোয়ালিয়া মডেল থানা ৯ জন, রাজপাড়া থানা ৪ জন, চন্দ্রিমা থানা ৩ জন, মতিহার থানা ৫ জন, কাটাখালী থানা ৭ জন, বেলপুকুর থানা ১ জন, শাহমখদুম থানা ১ জন, এয়ারপোর্ট থানা ১ জন, পবা থানা ৬ জন, কাশিয়াডাঙ্গা থানা ৫ জন ও দামকুড়া থানা ১ জনকে গ্রেপ্তার করে । যার মধ্যে ২৫ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১৫ জনকে মাদকদ্রব্য ও ৩ জনকে অন্যান্য অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ২৭৬.২ গ্রাম হেরোইন ও ৬৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ১ টি পিস্তল ও ১ রাউন্ড গুলি করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।