শত্রুতার বিষে মরলো ছয় লাখ টাকার মাছ

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ছয় লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাতে উপজেলার মহানন্দগাছা গ্রামের ঈমান আলী খন্দকারের ছেলে সাদেক খন্দকারের পুকুরে বিষ দেয় দুর্বৃত্তরা।
স্থানীয়রা জানান, সাদেক খন্দকার মহানন্দগাছা জামে মসজিদের দুই বিঘা পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছেন। কিন্তু রোববার রাতে দুর্বৃত্তরা পুকুরে বিষ দিয়ে সব মাছ মেরে ফেলেছে। এতে আনুমানিক ৬ লাখ টাকা মূল্যের রুই, কাতলা, সিলভার, মৃগেল, টেংরা, পাবদা সহ প্রায় ৬০ মণ মাছ মারা গেছে।
মৎস্যচাষী সাদেক খন্দকার বলেন, খবর পেয়ে দ্রুত গিয়ে দেখি পুকুরের মাছ মরে ভেসে উঠছে। পুকুরে থাকা অন্যান্য মাছগুলো বাঁচাতে সারাদিন পুকুরে তিনটি শ্যালো মেশিন দিয়ে পানি সেচ দিয়ে পুকুর ভর্তি করি। তারপরও পুকুরের মাছ বাঁচানো সম্ভব হয়নি। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছি।
বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক বলেন, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনাগত ব্যবস্থা নেয়া হবে।


প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৩ | সময়: ৬:৪৪ পূর্বাহ্ণ | সুমন শেখ