মান্দায় আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

মান্দা প্রতিনিধি: নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার প্রসাদপুর খাদ্যগুদামে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবিহা সুলতানা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন অর রশীদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আফজাল হোসেন, প্রসাদপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান মিয়া, খাদ্য পরিদর্শক সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন অর রশীদ জানান, উপজেলার প্রসাদপুর খাদ্যগুদামে চলতি মৌসুমে ৮২৪ মেট্রিকটন ধান ও ৩৩৫ মেট্রিকটন চাল ক্রয় করা হবে। এতে প্রতি কেজি ধান ২৭ টাকা ও প্রতি কেজি চাল ৪০ টাকা দরে কেনা হবে।


প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২১ | সময়: ৫:০৭ পূর্বাহ্ণ | সুমন শেখ