বড়াইগ্রামে মামলাবাজ ছেলের বিচার চাইলেন মা

বড়াইগ্রাম প্রতিনিধি: বড়াইগ্রামে নিরীহ সাতটি মৎস্যজীবি পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার চন্ডীপুর গ্রামে মামলাবাজ হরফ আলীর বিরুদ্ধে আয়োজিত মানববন্ধনে তার মা, বোন ও ভুক্তভোগী পরিবারের সদস্যরাসহ গ্রামের শতাধিক নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধনকালে ভূক্তভোগী মনিরুল ইসলাম, ইসলাম হোসেন, মামলাকারী হরফ আলীর বৃদ্ধা মা শুকজান বেগম ও বোন আছিয়া বেগম, সমাজসেবক আজিজুল ইসলাম প্রামাণিক ও রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।
এ সময় তারা বলেন, চন্ডিপুর গ্রামের হরফ আলী জাল দলিল করে ১০ শতাংশ জমির দখল নেয়ার চেষ্টা করেন। কিন্তু আদালতে তার দলিল জাল বলে প্রমাণ হলে জমির দখল না পেয়ে ক্ষিপ্ত হয়ে গত ২৪শে নভেম্বর তার স্ত্রী ও মেয়েকে মারপিটের অভিযোগে প্রতিবেশী মোজা আলীসহ সাতজনের নামে একটি মিথ্যা মামলা করেন। এ সময় হরফ আলীর মা শুকজান বেগম বলেন, আমার ছেলে অন্যায়ভাবে জমির দখল নিতে মিথ্যা মামলা দিয়ে নিরীহ মানুষগুলোকে হয়রানী করছে। ইতিপূর্বেও সে একাধিক মামলা দিয়ে গ্রামের মানুষকে বিপাকে ফেলেছে। আমি দ্রুত এ মামলা প্রত্যাহারের দাবি জানাই এবং মিথ্যা মামলা দিয়ে নিরপরাধ মানুষদেরকে হয়রানীর অভিযোগে আমি আমার ছেলের বিচার চাই। নাটোরের পুলিশ সুপার সাইফুর রহমান তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।


প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২২ | সময়: ৭:১৫ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর