শিক্ষা স্কুলে ‘নিরাপদ সড়ক-নিরাপদ জীবন’ শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ‘নিরাপদ সড়ক-নিরাপদ জীবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে স্বাস্থ্যবিধি মেনে এসিআই গোদ্রেজ এগ্রোভেট প্রাইভেট লি. রাজশাহী মহানগরীর শিক্ষা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১ টা থেকে কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়কে নিরাপত্তা প্ল্যাকার্ড প্রদর্শন, প্রজেক্টরে স্লাইড এনিমেশন প্রদর্শন, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উদ্বোধনকালে শিক্ষা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইব্রাহীম হোসেন বলেন, শিক্ষার্থীদের সচেতন করতে শিক্ষামূলক সবধরনের কার্যক্রম এই বিদ্যালয়ে পরিচালিত হয়। আমরা আনন্দিত যে, এসিআই গোদ্রেজ এগ্রোভেট প্রাইভেট লি. চলতি বছরের প্রথম কর্মসূচি আমাদের বিদ্যালয়ে পালন করেছে।
এসময় এসিআই গোদ্রেজ এগ্রোভেট প্রাইভেট লি. রাজশাহী শাখার সিনিয়র অফিসার (প্রশাসন) মাজহারুল ইসলাম এবং নির্বাহী কর্মকর্তা (পরিবেশ, স্বাস্থ্য এবং নিরাপত্তা) মশিউর রহমান উপস্থিত ছিলেন।
এসময় মাজহারুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মাত্র কিছুদিন আগে সড়কে নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক কর্মসূচিতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে বলেছেন। আমরা মূলত সেটিই বাস্তবায়ন করার চেষ্টা করেছি।


প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২ | সময়: ৬:৫৬ পূর্বাহ্ণ | সুমন শেখ