সর্বশেষ সংবাদ :

বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও শহীদ কামারুজ্জামানের সমাধিতে মীর ইকবালের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল বুধবার বেলা ১১টায় নগরীর সিএন্ডবি মোড়স্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।
এরপরে বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় নেতা শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান এঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করা হয়। এরপর দুপুর ১২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করা হয়। সাড়ে ১২টায় তার শ্বশুর আব্দুর রশীদ সরকারের সমাধীস্থল জিয়ারত করেন।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, আওয়ামী লীগ, রাজশাহী জেলার ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিকাল ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আরিফুর রহমান, সহকারী প্রক্টর ড. আল মামুন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমানুল ইসলাম দুদু, জাকিরুল ইসলাম সান্টু, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, মাহ্ফুজুল আলম লোটন, রেজাউল ইসলাম বাবুল, ডাঃ তবিবুর রহমান শেখ, বদরুজ্জামান খায়ের, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাবলু, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, আসাদুজ্জামান আজাদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক এ.কে.এম আসাদুজ্জামান আসাদ, আলফোর রহমান, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মকিদুজ্জামান জুরাত, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, কোষাধ্যক্ষ হাবিবুল্লাহ ডলার, মোহনপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম, তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য মাইনুল ইসলাম স্বপন, তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না, তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, মহানগর আওয়ামী লীগের সদস্য আশরাফ উদ্দিন খান, হাফিজুর রহমান বাবু, সৈয়দ মন্তাজ আহমেদ, মজিবুর রহমান, ইসমাইল হোসেন, আলিমুল হাসান সজল, খায়রুল বাশার শাহীন, মাসুদ আহমদ, বাগমারা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল, মতিহার থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলাউদ্দিন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, কেন্দ্রীয় কমিটির সদস্য মালিহা জামান মালা, ইফফাৎ আরা কামাল, জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আযম সেন্টু, মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন, মহানগর মহিলা আওয়ামী লীগ সভাপতি সালমা রেজা, সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা মিতু, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জেডু সরকার প্রমুখ।


প্রকাশিত: অক্টোবর ২০, ২০২২ | সময়: ৫:২৫ পূর্বাহ্ণ | সুমন শেখ