রুয়েটে নির্মিত হবে অত্যাধুনিক শেখ রাসেল হল

স্টাফ রিপোর্টার : শেখ রাসেল দিবস ২০২৩ উপলক্ষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আয়োজিত এক আালাচা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেছেন, রুয়েটের শিক্ষার্থীদের জন্য ‘শেখ রাসেল’ নামে একটি অত্যাধুনিক হলের নামকরণ করা হবে।
বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের হল রুমে আয়োজিত এই আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী। সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল। আলোচনা সভায় আরোও বক্তব্য রাখেন শিক্ষকদের পক্ষ থেকে গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন, কর্মকর্তাদের পক্ষ থেকে সংস্থাপন ও প্রশাসন শাখার উপ-রেজিস্ট্রার মো. রোকনুজ্জামান, কর্মচারীদের পক্ষ থেকে পদার্থবিদ্যা বিভাগের ডাটা প্রসেসর মো. মহিদুল ইসলাম, রুয়েট শাখা ছাত্রলীগের নবনিযুক্ত সভাপতি ফাহমিদ লতিফ লিয়ন।
এর আগে শেখ রাসেল দিবস উপলক্ষে রুয়েটে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, বর্ণাঢ্য র‌্যালি এবং বৃক্ষরোপন।
কর্মসূচিগুলোতে রুয়েটের বিভিন্ন ইন্সটিটিউটের পরিচালক, ডীন, বিভাগীয় ও দপ্তর প্রধান সহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও রুয়েট শাখা ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।


প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৩ | সময়: ৬:১৮ পূর্বাহ্ণ | সুমন শেখ