সাকিব আবারও টি-টোয়েন্টির নাম্বার ওয়ান অলরাউন্ডার

ক্রীড়া ডেস্কঃ

আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। গত বছরের অক্টোবরে সর্বশেষ শীর্ষে উঠেছিলেন সাকিব। বুধবার নতুন র‍্যাংকিং প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সদ্য শেষ হওয়া এশিয়া কাপের আগে শীর্ষস্থানে ছিলেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী। পরের স্থানে ছিলেন সাকিব। বর্তমানে ২৪৮ রেটিং নিয়ে এক নম্বরে অবস্থান করছেন সাকিব।

গ্রুপ পর্ব থেকে বাংলাদেশ বাদ পড়ায় এশিয়ার সেরা হওয়ার লড়াইয়ে মাত্র দুই ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন সাকিব। যেখানে ব্যাট হাতে ৩৫ রান করার পাশাপাশি বল হাতে মাত্র এক উইকেট শিকার করেন টাইগার অধিনায়ক। এদিকে এশিয়া কাপে ভালো পারফরম্যান্স করতে না পারায় পয়েন্ট হারিয়ে দুই নম্বরে নেমে যাওয়া নবির রেটিং পয়েন্ট এখন ২৪৬।

ওয়ানডে ফরম্যাটে অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে দীর্ঘদিন ধরেই এক নম্বরে অবস্থান করছেন সাকিব। সেখানে তার রেটিং ৩৭২ পয়েন্ট। এছাড়া টেস্টে ৩২৮ রেটিং নিয়ে সাকিবের অবস্থান চতুর্থ। এই ফরম্যাটে সাকিবের সামনে রয়েছেন রবিন্দ্র জাদেজা (৩৮৪), বেন স্টোকস (৩৬২) ও রবিচন্দ্রন অশ্বিন (৩৩৫)।

 

সুত্রঃ সমকাল

 

 

সানশাইন/তৈয়ব

 


প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২২ | সময়: ৭:৪৪ অপরাহ্ণ | Daily Sunshine