সুযোগ সন্ধানীরা বিশৃঙ্খলার পায়তারা করছে : খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি: দেশে সুযোগ সন্ধানী একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। তাই সবাইকে সজাগ থাকার আহবান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
শনিবার বিকেল ৪টায় নওগাঁ শহরের কালীতলা শ্রী শ্রী বুড়া মাতার পূজা মন্ডপ চত্বরে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, সকল ধর্মই কল্যাণের কথা বলে অহিংসার বাণী প্রচার করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়তে নিরলস কাজ করে চলেছেন। অসাম্প্রদায়িক চেতনার দল বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আছে বলেই উৎসব মুখর পরিবেশে দূর্গোৎসব পালন করা যায়।
সাধন চন্দ্র মজুমদার বলেন, মহান স্বাধীনতা সংগ্রামে হিন্দু, মুসলমান, বৌদ্ধ খ্রিষ্টান সকলের প্রচেষ্টায় দেশ স্বাধীন হয়। জাতির পিতাকে ১৫ আগস্ট নৃশংসভাবে হত্যার মাধ্যমে অসাম্প্রদায়িক চেতনাকেও হত্যা করা হয়েছিল। সাম্প্রতিকতার বীজ বপন করা হয়েছিল। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আবারও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠিত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
নওগাঁর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উত্তম কুমার রায়ের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দীন জলিল জন, পুলিশ সুপার রাশিদুল হক, হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টের সদস্য তপন কুমার সেন, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ নওগাঁ শাখার সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, সাধারণ সম্পাদক বিভাস কুমার মজুমদার, সহ-সভাপতি রনজিত সরকার, কালীতলা শ্রী শ্রী বুড়া মাতার পূজা মন্ডপের সভাপতি নিরোধ বরন চন্দন সাহা, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম নওগাঁর সহকারী পরিচালক সাথী মজুমদার।


প্রকাশিত: আগস্ট ২৮, ২০২২ | সময়: ৬:০৩ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর