সর্বশেষ সংবাদ :

যতদিন শেখ হাসিনা ক্ষমতায় থাকবে ততোদিন পথ হারাবেনা বাংলাদেশ : শাহরিয়ার

নুরুজ্জামান,বাঘা : যতদিন শেখ হাসিনা ক্ষমতায় থাকবে, ততোদিন পথ হারাবে না বাংলাদেশ। উল্লেখ করে চারঘাট-বাঘা থেকে তিন-তিনবার নির্বাচিত সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, যে নেতা ভবিষ্যৎ পরিকল্পনা করে কাজ করেনা ,সে কখনো নেতা হতে পারেনা। আমাদের প্রধানমন্ত্রী পরিকল্পনা করে কাজ করেন। তাঁর ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত। তাঁকে দামানো মোটেও সহজ নয় ।

শনিবার (১৩ আগষ্ঠ)বিকেলে বাঘার মনিগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে মনিগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ ৭৫ এর পনেরো আগস্ট নির্মম হত্যাকান্ডের শিকার সকল শহীদদের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মনিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত শোক সভায় মন্ত্রী বলেন, বিশ্বাস ঘাতক, ডালিম, মোস্তাকের মতো বেইমান এখনও আছে। কোন এক সময় চারঘাট বাঘায় আওয়ামীলীগ দলীয় প্রার্থী (অবসরপ্রাপ্ত) ব্রিগেডিয়ার আনিসুর রহমান, নুরুল ইসলাম ঠান্ডু,এমনকি আমি নিজে, দ্বিতীয়বার যখন ভোট করি তখন কারা দলের বিরোধিতা করেছে এটা সকলের জানা ।দয়া করে তাদের চিহৃত করে রাখবেন। আমি মনে করি ওদের দলে থাকার কোন দরকার নাই।

তিনি ছাত্রলীগকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাঘায় অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানে উপজেলা ছাত্রলীগ আমার নির্দেশে শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর আত্নজীবনী নিয়ে কুইজ প্রতিযোগিতা করেছে।এ জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ ।মন্ত্রী বলেন, বর্তমানে বিএনপি আমাদের নিয়ে বিভিন্ন অপকান্ডা ছড়াচ্ছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, অযথা অপবাদ ছড়াবেন না। আমরা মহামারি কোভিট মোকাবেলায় সারা বিশ্বে পঞ্চম স্থান অধিকার করেছি। ২০২২ সালে সর্বোচ্চ আয় ৬২ মিলিয়ন ডলার অর্জন করেছে বাংলাদেশ। আমরা কৃষকদের নানা ভাবে সহায়তা করার কারনে বর্তমানে কৃষিতেও সাবলম্বী বাংলাদেশ ।

এর আগে দুপুরে বাঘার ঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আড়ানী ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত অপর একটি শোক সভায় মন্ত্রী বলেন, শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনি ব্যবস্থা থেকে শাস্তি এড়াবার ব্যবস্থা প্রদানের জন্য বাংলাদেশে “ইনডেমনিটি অধ্যাদেশ” আইন প্রণয়ন করা হয়েছিল। আর এ কাজটি করেছিলেন জিয়াউর রহমান সরকার। সে সময় ভাগ্যক্রমে বেঁচে যাওয়া বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহেনাকে বাংলাদেশে প্রবেশ করতে দেয়নি জিয়াউর রহমান। কারণ এই হত্যার সাথে পাকিস্থানীদের ষড়যন্ত্র ছিল। প্রায় ছয়মাস ইন্দ্রিরাগান্ধি তাদের দুই বোনকে আশ্রয়ে রেখে তারপর বাংলণাদেশে প্রবেশ করান। তবে ধান মন্ডির ৩২ নং বাড়িতে তাদের ঢুকতে দেয়া হয়নি।


প্রকাশিত: আগস্ট ১৩, ২০২২ | সময়: ৮:৩৩ অপরাহ্ণ | সানশাইন