রাজশাহী কলেজে অধ্যাপক আফসার আলী বৃত্তি চালু

স্টাফ রিপোর্টার: রাজশাহী কলেজের বাংলা বিভাগে চালু হলো অধ্যাপক আফসার আলী বৃত্তি। অধ্যাপক মোহাম্মদ আফসার আলীর পরিবারের উত্তরসুরীগণ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, রাজশাহী শাখায় ১০ দশ লাখ টাকা এককালীন ওয়াক্ফ করে দেন। যার লভ্যাংশ প্রতি বছর রূপালী ব্যাংক লিমিটেড, কে, এন, আই রোড শাখা, রাজশাহীর একটি নির্দিষ্ট একাউন্টে জমা হবে এবং বাংলা বিভাগের স্নাতক সম্মান শ্রেণির চূড়ান্ত পরীক্ষায় সর্বোচ্চ স্কোর/নম্বরধারী শিক্ষার্থীকে লভ্যাংশের শতভাগ টাকা বৃত্তি হিসেবে প্রদান করা হবে।
এ উপলক্ষে সোমবার রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক ও অধ্যাপক মো. আফসার আলীর পরিবারের সদস্যদের উপস্থিতিতে বৃত্তির চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। চুক্তিপত্রে স্বাক্ষর করেন অধ্যাপক মো. আফসার আলীর জ্যেষ্ঠপুত্র মো. এনামুল করিম ও কলেজের অধ্যক্ষ মোহা. আব্দুল খালেক। এই বৃত্তি প্রদানের মাধ্যমে রাজশাহী কলেজের বাংলা বিভাগের মেধাবী শিক্ষার্থীরা উপকৃত হবে এবং তারা বিদ্যাচর্চায় উৎসাহিত হবে। এই বৃত্তি প্রদানের জন্য কলেজ কর্তৃপক্ষ অধ্যাপক মো. আফসার আলীর পরিবারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।


প্রকাশিত: আগস্ট ৯, ২০২২ | সময়: ৫:৪৮ পূর্বাহ্ণ | সুমন শেখ