সর্বশেষ সংবাদ :

মান্দায় ব্যাটারি কারখানার বিষাক্ত বর্জ্যে দু’টি গরুর মৃত্যু

মান্দা প্রতিনিধি: নওগাঁর মান্দায় ব্যাটারি কারখানার বিষাক্ত বর্জ্যে এক দিনে দু’টি গরুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন। তাদের অভিযোগ যে, এলাকায় ব্যাটারি কারখানার বিষাক্ত বর্জ্যরে কারণেই গরুগুলো মারা যাচ্ছে। উপজেলার মৈনম এবং গণেশপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মৈনম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টিন ব্যাবসায়ী সামন্ত কুমার সরকারের ইউক্যালিপ্টাসের বাগানে গত কয়েকমাস আগে তৈরি করা হয় ব্যাটারি কারখানাটি।
সেখানে পুরাতন ব্যাটারি সংগ্রহ করে গভীর রাতে সেগুলো ফের ব্যবহারযোগ্য করা হচ্ছিল। ওই কারখানার বিষাক্ত বর্জ্য ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এতে আশপাশের জমির ঘাস ও খড় খেয়ে গরু অসুস্থ হয়ে পড়ছে। পরে শ্বাসকষ্ট ও পেট ফেঁপে কাঁপুনি দেখা দিচ্ছে। দু-একদিন এমন থাকার পর মারা যাচ্ছে গরুগুলো।
শ্রীরামপুর গ্রামের রায় চরণের ছেলে বাবলু বলেন, গত ২৬ জানুয়ারি সকালে তার একটি গর্ভবতী গরু মারা গেছে। এরপর ওইদিন সন্ধ্যায় একই গ্রামের দিগামের ছেলে মানিকেরও একটি গরুর মৃত্যু হয়েছে।
ক্ষতিগ্রস্ত গৃহস্থরা জানান, মৈনম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টিন ব্যাবসায়ী সামন্ত কুমার সরকারের ইউক্যালিপ্টাসের বাগানে মাঠের মধ্যে ব্যাটারি কারখানাটি তৈরির পর থেকে ওই মাঠে চলাচল করা গরুগুলোর নানা সম্যসা দেখা দিচ্ছে। পশু চিকিৎসকরা বলছেন, ব্যাটারিতে ব্যবহৃত সিসার বিষক্রিয়ায় গরুগুলোর মৃত্যু হয়ে থাকতে পারে। এলাকার অনেক গরু এখনও অসুস্থ রয়েছে বলে জানা গেছে। আতঙ্কে গরু বিক্রি করে দিচ্ছেন কেউ কেউ।
কারখানার পরিচালক গাইবান্ধার মহিমাগঞ্জের রুবেল হোসেন বলেন, মৈনম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টিন ব্যাবসায়ী সামন্ত কুমার সরকারের কাছ থেকে জমিটি ভাড়া নিয়ে মাসখানেক আগে কারখানাটি চালু করা হয়েছে। গত ২-৩ দিন থেকে তেমন কোন কাজ নেই। আপাতত আমাদের যাবতীয় কার্যক্রম বন্ধ আছে।
কিন্তু গরুগুলো কিভাবে মারা গেছে, তা আমাদের জানা নেই। এসব বিষয়ে আমরা কিছুই বলতে পারবো না। কারখানার কারণে তেমন ক্ষতি হওয়ার কথা নয়। বিভিন্ন রোগের কারণেও গরুগুলো মারা যেতে পারে বলেও জানান তিনি।
এ ব্যাপারে মান্দা উপজেলা নির্বাহী অফিসার আবু বাক্কার সিদ্দিক বলেন, বিষয়টি তিনি অবগত নন। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৩ | সময়: ৬:৫৯ পূর্বাহ্ণ | সুমন শেখ