সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী ব্যবসায়ী নিহত, আহত দুই

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ব্যাটারিচালিত অটোভ্যানের পিছনে ট্রাকের ধাক্কায় ফারুক হোসেন (৫৫) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত ও আরো দুই জন আহত হয়েছেন। রোববার রাত ৮টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের কয়েন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফারুক হোসেন উপজেলার পূর্ণ কলস গ্রামের মৃত আব্দুস সাত্তার খলিফার ছেলে। এ ঘটনায় আহত পূর্ণ কলস গ্রামের ফজলুর রহমানের ছেলে সবুজ হোসেন হৃদয় (২০) এবং অটোভ্যানের চালক হেকমত আলী শেখ (৬১) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, ফারুক হোসেন উপজেলার মেরিগাছা হাটে শীতের কাপড় বিক্রি শেষে অটোভ্যানে বাড়ি ফিরছিলেন। পথে কয়েন বাজার এলাকায় পিছন থেকে দ্রুতগতির একটি ট্রাক ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ফারুকসহ ভ্যানের চালক ও অপর যাত্রী মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।


প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৪ | সময়: ৬:৩২ পূর্বাহ্ণ | সুমন শেখ