আইরিশদের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন অধিনায়ক ডেভিড মিলারের অধীনে যেন অন্যরকম এক দক্ষিণ আফ্রিকার পথচলা শুরু হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পর এবার ২-০ ব্যবধানে আইরিশদের বিপক্ষে সিরিজ জিতেছে প্রোটিয়ারা। দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ৪৪ রানে পরাজিত করেছে সফরকারীরা।
১৮৩ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো করতে পারেনি পল স্টার্লিংরা। ইনিংসের দ্বিতীয় ওভারেই ডাক মেরে সাজঘরে ফেরেন ওপেনার অ্যান্ডি বার্লবির্নি। এরপরে তিন নম্বরে ব্যাটিং করতে নেমে গোল্ডেন ডাক মারেন লরকান ট্রাকার। দলীয় ২ রানে ২ উইকেট হারিয়ে ওয়েন পার্নেলের পেসে রীতিমত বিধ্বস্ত আইরিশ ব্যাটিং লাইনআপ।
তৃতীয় উইকেট জুটিতে পল স্টার্লিংয়ের সঙ্গে প্রাথমিক বিপদ সামাল দেওয়ার চেষ্টা করেন হ্যারি টেক্টর। স্টার্লিং ১৬ বলে ২৮ রান করে সাজঘরে ফিরলেও টেক্টর এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করার চেষ্টা করেন। কিন্তু এই মিডল অর্ডার ব্যাটারও বেশি দূর যেতে পারেনি। ৩১ বলে ৩৪ রান করে পার্নেলের শিকার হন।
শেষ পর্যন্ত ১৩৮ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। দক্ষিণ আফ্রিকার হয়ে এদিন বল হাতে রীতিমতো আগুন ঝড়িয়েছেন ওয়েন পার্নেল। এই বাঁহাতি প্রোটিয়া পেসার একাই শিকার করেছেন ৫ উইকেট। এর আগে ব্যাটিং করতে নেমে ফর্মে থাকা রেজা হেনড্রিকসের ব্যাটে দারুণ শুরু পায় সফরকারীরা। দলীয় ৮৫ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পরা দলকে পথ দেখিয়েছেন হেনরিক ক্লালেসেন ও ডেভিড মিলার। ক্লালেসেন করেছেন ১৬ বলে ৩৯ রান। মিলারের ব্যাট হতে এসেছে ২০ বলে ৩৪ রান। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে প্রোটিয়ারা। বল হাতে আগুন ঝড়িয়ে ম্যাচ সেরা হয়েছেন ওয়েন পার্নেল। সিরিজ সেরা হয়েছেন রেজা হেনড্রিকস।


প্রকাশিত: আগস্ট ৮, ২০২২ | সময়: ৫:১৫ পূর্বাহ্ণ | সুমন শেখ