আমরা ছয় ম্যাচের ছয়টাই জিততে পারি: মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে ভারতে গেছে বাংলাদেশ দল। কিন্তু প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করলেও টানা দুই ম্যাচ হেরে কিছুটা হলেও ব্যাকফুটে সাকিব আল হাসানরা। গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে বিন্দুমাত্র পাত্তা পায়নি লাল-সবুজ জার্সিধারীরা। তবুও স্বপ্ন আঁকছে বাংলাদেশ। শুক্রবার ম্যাচ শেষে মিক্সড জোনে এসে বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান তেমনটাই জানিয়েছেন।
বিশ্বকাপে এখনও ছয় ম্যাচ বাকি। কাগজে কলমে সেমিফাইনাল খেলার সম্ভাবনা রয়েছে। শুধু সম্ভাবনাই নয়, বড় সুযোগ আছে সেরা চারে যাওয়ার। হিসেব বলছে, ছয় ম্যাচের অন্তত চারটি জিতলেই সেমিফাইনাল খেলতে পারবে বাংলাদেশ। মোস্তাফিজ প্রবল আশা নিয়ে সেই কথাটাই যেন বললেন, ‘অসম্ভব কোনও কিছু না। আমরা তো ছয় ম্যাচের ছয়টাই জিততে পারি।’
বাংলাদেশের পরবর্তী গন্তব্য পুনে। সেখানে খেলবে স্বাগতিক ভারতের বিপক্ষে। এরপর দল যাবে মুম্বাইয়ে। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচেই বাংলাদেশকে মুখোমুখি হতে হবে দুই প্রবল শক্তিশালী দলের বিপক্ষে। এরপর কলকাতায় খেলবে পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে। দিল্লিতে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সবশেষ ম্যাচে পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে। বাংলাদেশ ফেভারিট না হলেও বড় দলগুলোকে এর আগে একাধিকবার হারিয়েছে। সেই সুখস্মৃতিগুলোই মোস্তাফিজকে আত্মবিশ্বাসী করে তুলছে, ‘পেশাদার হিসেবে চিন্তা করলে আফসোসের কিছু নেই। ছয় ম্যাচ সামনে আছে। ছয় ম্যাচের ছয়টিই জিততে পারি।’
নিজেদের ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে নানা পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট, বললেন বাঁহাতি পেসার, ‘আমরা ভালো করার উপায় খুঁজছি। কী করলে আমরা ভালো খেলতে পারবো, কী করলে ভালো করতে পারবো, সবাই মিলে কথা বলছি।’
তবে ভারতে ভালো করতে ব্যাটারদের কাছ থেকে রান প্রত্যাশা করছেন মোস্তাফিজ, ‘উইকেট এমন ছিল যে, ভালো জায়গায় বোলিং করলে সফলতা এসেছে। ভালো জায়গাটা গুরুত্বপূর্ণ ছিল। ২৮০ এর মতো হলে ভালো হতো আর কী। আশা করি সামনে তারা ভালো করতে পারবে। আমরা সব সময়ই সেরা দেওয়ার চেষ্টা করি। ভালো খারাপ মিলেই তো সব। কিছু সময় আপনি চাইলেই বোলিং করে দেখবেন উইকেট পাবেন। কিছু সময় আপনি ‘আল্লাহ-বিল্লাহ’ করলেও উইকেট পাবেন না। আমরা পেসাররা সব সময় একসঙ্গে থাকি। এগুলো নিয়ে কথা হয়। সুখে দুঃখে।’


প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৩ | সময়: ৭:০৯ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর