বড়াইগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে দ্রতগামী মোটর সাইকেল ও ব্যাটারী চালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক নুর বখশ প্রামাণিকের (৬০) মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে বড়াইগ্রাম থানার মোড়ে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর বখশ প্রামাণিক উপজেলার মাঝগাঁও ইউনিয়নের পারকোল গ্রামের চৈতি প্রামাণিকের ছেলে।
মাঝগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আজাদ দুলাল জানান, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে বড়াইগ্রাম থানার মোড়ে একটি দ্রুতগামী মোটর সাইকেলের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষ ঘটে।
এতে ভ্যান চালক ও মোটরসাইকেল চালক দুজনেই আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভ্যানচালক নুর বখশ প্রামাণিক রাতেই মারা যান।


প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৩ | সময়: ৬:০৩ পূর্বাহ্ণ | সুমন শেখ