এখনো লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে হারানো : পেসার খালেদ আহমেদ

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ দলকে প্রথম ইনিংসে ১০৩ রানে গুড়িয়ে দিয়ে নিজেদের প্রথম ইনিংসে ২৬৫ রানের সংগ্রহ পায় উইন্ডিজ। এতে তাদের লিড দাঁড়ায় ১৬২ রানের। পরে দ্বিতীয় দিনের খেলা শেষে ২ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ৫০ রান তুলেছে সফরকারীরা। ক্যারিবীয়দের থেকে এখনো ১১২ রানে পিছিয়ে আছে। এমন পরিস্থিতিতে যখন তিন দিনে ম্যাচের ফল বেরোনোর অপেক্ষা, তখন এই ম্যাচকে পাঁচ দিনে নেওয়ার পরিকল্পনা বাংলাদেশ দলের। শুধু তাই নয়, ম্যাচটা জেতার লক্ষ্যেও খেলবে বাংলাদেশ, জানালেন পেসার খালেদ আহমেদ। দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় খালেদ বলছিলেন, ‘আমরা তো জেতার জন্যই খেলব ইনশাআল্লাহ্‌। আমাদের চেষ্টা থাকবে ব্যাটসম্যানরা স্কোরবোর্ডে যত রান তুলতে পারে। খেলাটা যেন পাঁচ দিনে শেষ হয়। উইকেট খুবই ভালো উইকেট। বোলারদের জন্য অতটাও সাহায্য নেই। আমাদের ব্যাটসম্যানরা ইনশাআল্লাহ্‌ ভালো খেলবে।’

 

চলমান অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে ব্যর্থ ব্যাটসম্যানরা। তবে বোলাররা ছিলেন আগ্রাসী। প্রায় দেড় বছর পর টেস্টে ফেরা মুস্তাফিজুর রহমানের সঙ্গে কাঁধ মিলিয়ে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ জানিয়েছেন এবাদত হোসেন আর খালেদ। ধারাবাহিক লাইন-লেন্থে আগ্রাসী ছিলেন সফরকারী দলের পেসাররা।

 

উইন্ডিজের মূল দুই ব্যাটসম্যানকে ফিরিয়েছেন খালেদ। সেঞ্চুরির পথে ছোটা ক্রেইগ ব্র‍্যাথওয়েটকে দারুণ এক ডেলিভারিতে বোকা বানিয়ে আউট করেন ৯৪ রানে। দ্বিতীয় সর্বোচ্চ ৬৩ রান করা জার্মেইন ব্ল্যাকউডকেও নিজের শিকার বানান তিনি। সব মিলিয়ে ২২ ওভার হাত ঘুরিয়ে ৫৯ রান দিয়ে নিয়েছেন মূল্যবান ২ উইকেট। যেখানে মেডেন ৪টি। নিজের পারফরম্যান্স নিয়ে বেশ তৃপ্ত খালেদ, ‘প্রথমত আলহামদুলিল্লাহ। চেষ্টা করেছি নিজের সেরাটা দেওয়ার। শেষ দুইটা টেস্টে যেহেতু ভালো করিনি, ইচ্ছে ছিল যেন সুযোগ পেলে নিজেকে মেলে ধরতে পারি। যেমনটা দক্ষিণ আফ্রিকায় করেছি।’

সানশাইন / শামি

 


প্রকাশিত: জুন ১৮, ২০২২ | সময়: ১:৫২ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর