বৃহস্পতিবার, ৫ই অক্টোবর, ২০২৩ ইং, ২০শে আশ্বিন, ১৪৩০ বং।
মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে লাশবাহী এ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে অজ্ঞাত এক ব্যক্তি (৪৫) নিহত হয়েছেন।সোমবার (২৫ এপ্রিল) বিকাল ৪টার দিকে মহাসড়কের শেরপুর উপজেলার ঘোগা ব্রীজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শেরপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. নাদির হোসেন জানান, বগুড়ামুখী এ্যাম্বুলেন্স এর সাথে ঢাকাগামী শ্যামলী পরিবহনের বাসের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজন মারা যান। এছাড়া আরেক ব্যক্তিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
হাইওয়ে পুলিশের এসআই রজিবুল আলম জানান, দুর্ঘটনায় নিহতের পরিচয় এখনো পাওয়ায় যায়নি। তবে দুর্ঘটনা কবলিত যানগুলো উদ্ধার করা হয়েছে।