রাবিতে ইউনিসেফের সফর ও মতবিনিময়

রাবি প্রতিনিধি: জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) বাংলাদেশের একটি প্রতিনিধি দল রাজশাহী বিশ^বিদ্যালয় (রাবি) সফর করেছে। বৃহস্পতিবার ইউনিসেফের বাংলাদেশের প্রতিনিধি ভেরা মেনডোনচারের নেতৃত্বে প্রতিনিধি দলটি বিশ^বিদ্যালয় সফর করে। এদিন তারা বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এসময় উপাচার্য ও ইউনিসেফ বাংলাদেশ প্রতিনিধির মধ্যে ইউনিসেফ’র সঙ্গে রাবির শিক্ষা ও গবেষণা কার্যক্রমে সহযোগিতার জন্য সমঝোতা স্মারক নিয়ে আলোচনা হয়। সেখানে আরও উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, ইউনিসেফ’র রংপুর ও রাজশাহী অঞ্চলের প্রধান নাজিবুল্লাহ হামিম ও সোস্যাল এন্ড বিহেভিয়র চেঞ্জ অফিসার মঞ্জুর আহমেদ। পরে প্রতিনিধি দলটি প্রকৌশল অনুষদের সভাকক্ষে বিশ^বিদ্যালয়ের ৪০ জন শিক্ষক ও শিক্ষার্থীর সঙ্গে ইউনিসেফের কার্যক্রম নিয়ে কথা বলেন।


প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২২ | সময়: ৬:৩৮ পূর্বাহ্ণ | সুমন শেখ