চাঁপাইনবাবগঞ্জে জামিনের শর্ত অমান্য করে কারাগারে ব্যবসায়ী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
জামিনের শর্ত লংঘন করায় চাঁপাাইনবাবগঞ্জ শহরের বিসমিল্লাহ গার্মেন্টসের মালিক আব্দুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বটতলাহাট শংকরবাটি মহল্লার মোঃ তাইফুর রহমানের ছেলে আব্দুল বারী বাদি হয়ে সম্প্রতি সদর আমলী আদালতে আজাইপুর মহল্লার সাজ্জাদ আলীর ছেলে শহরের বিসমিল্লাহ গার্মেন্টসের মালিক মোঃ আব্দুর রহমান, হরিপুর মহল্লার মোঃ ইসমাইলের ছেলে মোঃ শাহ আলম ও বাসুনিয়াপট্টি মহল্লার মোঃ পন্টু মিয়ার ছেলে মোঃ নিয়াজের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নং-৩৭৬সি/২০২৩ (নবাব)। পরিপ্রেক্ষিতে আদালতের বিজ্ঞ বিচারক গত ১৮ এপ্রিল দন্ডবিধি ১৮৬০ এর ৪৪৮, ৩৮৫, ৩৮৭, ৩৮০, ৪২৭, ৫০৬ ও ১০৯ ধারায় আসামীদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেন। পরে তারা আদালতে হাজির হয়ে জামিনের আদবদন করলে বিজ্ঞ বিচারক শর্ত সাপেক্ষে তাদের জামিন মঞ্জুর করেন। কিন্তু পরবর্তীতে তারা জামিনের শর্ত লংঘন করলে তা আদালতকে জানানো হয়। এদিকে রোববার মামলার ধার্য দিনে আব্দুর রহমান ও মোঃ নিয়াজ আদালতে হাজির হলে আদালত জামিনের শর্ত লংঘনের কারণে আব্দুর রহমান ও মোঃ নিয়াজের জামিন বাতিল করে তাদের কারাগারে প্রেরনের নির্দেশ দেন।

সানশাইন/সোহরাব


প্রকাশিত: জুলাই ৯, ২০২৩ | সময়: ৭:৪৯ অপরাহ্ণ | Daily Sunshine