বানেশ্বরে বালুবাহী ট্রাকের চাপায় ভ্যানের ৪ যাত্রী গুরুতর আহত

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধিঃপুঠিয়ার বানেশ্বরে বালুবাহী ট্রাকের চাপায় চার্জার ভ্যানের ৪ জন যাত্রী আহত হয়েছেন। রাজশাহী-ঢাকা মহাসড়কের পুঠিয়া উপজেলার বানেশ্বর তেল পাম্পের সামনে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার সময় এ ঘটনাটি ঘটেছে বলে পবা হাইওয়ে থানা ইনচার্জ(ওসি) মুফাখাইরুল নিশ্চিত করেছেন। আহত ৪ জন যাত্রীর মধ্যে পুঠিয়ার নন্দনপুর এলাকার মনোয়ারা বেগম(৫০) স্বামী বাবর আলী(৬০) কে গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও চার্জার ভ্যানের চালকসহ এক যাত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার সময় পুঠিয়া উপজেলার নন্দনপুর এলাকা থেকে আহত যাত্রীদের চার্জার ভ্যানে বানেশ্বরে যাচ্ছিলেন। বানেশ্বর তেল পাম্পের সামনে পৌঁছালে অপর দিক থেকে বেপরোয়া ভাবে আসা পুঠিয়াগামী বালীবাহী ট্রাক(পাবনা ট-১১-০০০১) ধাক্কাদেয়। এসময় চার্জার ভ্যানটি ট্রাকের নিচে চাপা পড়ে দুমড়ে-মুচড়ে যায় এবং ৪ জন গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন ও ফায়ার-সার্ভিস এসে উদ্ধার করে পুঠিয়া ও রাজশাহী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাই। ঘাতক ট্রাকটি হাইওয়ে পুলিশ আটক করেছে।


প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২২ | সময়: ১১:২২ পূর্বাহ্ণ | সুমন শেখ