‘বাঁধন’কে আর্থিক অনুদান দিলেন রাবির জিয়া হল প্রাধ্যক্ষ

রাবি প্রতিনিধি: ক্যাম্পাসে ক্রিয়াশীল রক্তদাতা সংগঠন ‘বাঁধন’র কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে সংগঠনটিকে আর্থিক অনুদান দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হল প্রাধ্যক্ষ ড. সুজন সেন। রোববার (১৬ জানুয়ারি) বিকেলে স্বেচ্ছাসেবী এই সংগঠনের রাবি শাখার নেতৃবৃন্দের হাতে এই অনুদান তুলে দেন তিনি।
এ বিষয়ে হল প্রাধ্যক্ষ ড. সুজন সেন বলেন, ‘বাঁধন’ এমন একটি সংগঠন যারা মানুষকে রক্ত দিয়ে সহায়তা প্রদান করে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রায়ই অনেক শিক্ষার্থী বিভিন্ন সময়ে নানান দুর্ঘটনার শিকার হয়। বাঁধনের মতো এমন সংগঠন যদি ক্যাম্পাসে সচল থাকে, তাহলে এসব দুর্ঘটনায় রক্ত দিয়ে তারা আমাদের শিক্ষক্ষ-শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতা করতে পারবে বলে আশা করি। মূলত এমন চিন্তা-চেতনা থেকেই হলের পক্ষ থেকে আমার সাধ্যানুযায়ী আমি তাদের পাশে দাঁড়িয়েছি।
এসময় হলের আবাসিক শিক্ষক সালাউদ্দিন সাইমুমসহ হলের অন্যান্য কর্মকর্তা এবং বাঁধনের রাবি শাখা ও জিয়া হল শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২২ | সময়: ৬:০৬ পূর্বাহ্ণ | সুমন শেখ