ভারতের হারের পর ডিমেরিট পয়েন্ট পেলেন বুমরা

স্পোর্টস ডেস্ক: হায়দরাবাদ টেস্টে হার হয়েছে সঙ্গী ভারতের। একদিন পর দলের আক্রমণের মূল অস্ত্রকে পেতে হলো শাস্তি। আচরণবিধি ভাঙায় তিরস্কৃত হয়েছেন জসপ্রীত বুমরা। তার আচরণ বিধিতে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
আইসিসি বিবৃতিতে জানিয়েছে, উদ্বোধনী টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে কোড অব কন্ডাক্টের লেভেল-১ ভেঙেছেন তিনি। ২৪ মাসের মধ্যে এটা বুমরার প্রথম অপরাধ। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের দেওয়া শাস্তি তিনি মেনে নিয়েছেন। ফলে আর কোনও শুনানির প্রয়োজন নেই।
ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৮১তম ওভারে। অফসাইডে পুশ করে রান নেওয়ার চেষ্টা করেছিলেন পোপ। কিন্তু অভিযোগ উঠেছে বুমরা ইচ্ছাকৃতভাবে তার পথে এসে দাঁড়িয়ে গিয়েছিলেন। যার ফলে ধাক্কা লাগে তাদের। ওই ঘটনায় পোপ মোটেও সন্তুষ্ট ছিলেন না। বিষয়টি আম্পায়ারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলে বুমরা হাত তুলে ক্ষমা চাওয়ার ভঙ্গি করেন। সিরিজের প্রথম টেস্টে ১৯০ রানের লিড নিয়েও ইংল্যান্ডের কাছে ভারত ২৮ রানে হেরেছে। ওই টেস্টে বুমরা মোট ৬ উইকেট নিয়েছেন। দ্বিতীয় ইনিংসেই ৪১ রানে নিয়েছেন ৪টি।


প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৪ | সময়: ৬:২৯ পূর্বাহ্ণ | সুমন শেখ