মঙ্গলবার, ৫ই জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ২১শে আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় দলের নেতাকর্মীদের সবাইকে মাস্ক পরার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের ওই আলোচনা সভায় শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত থেকে সভাপতিত্ব করেন। আলোচনা সভা শেষ করার পর প্রধানমন্ত্রী সবাইকে মাস্ক পরার কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘সবাই মাস্ক পরবেন। সবাইকে স্বাস্থ্যসুরক্ষা মেনে চলতে হবে।’ এর আগে আলোচনা সভায় বক্তব্যকালে প্রধানমন্ত্রী দেশবাসীকে করোনাভাইরাসের টিকা নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘করোনাভাইরাসে অনেক উন্নত ও অর্থশালী দেশ বিনাপয়সায় টিকা দেয় না এবং পরীক্ষা করে না। আমরা সেটা বিনা পয়সায় করছি।’ তিনি বলেন, ‘১৩ কোটির মতো মানুষ টিকা পেয়েছেন। এখনও আহ্বান জানাই প্রত্যেকে টিকা নেবেন। টিকার কোনও অভাব নেই।’