শনিবার, ২রা ডিসেম্বর, ২০২৩ ইং, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বং।
সানশাইন ডেস্ক : থার্টি ফার্স্ট নাইটে র্যাডিসন ব্লু হোটেল এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। যার মূল আকর্ষণ ছিল আন্তর্জাতিক খ্যাতিমান ম্যাজিক আইকন অব বাংলাদেশ জাদুকর আলীরাজের ভিন্নধর্মী জাদু প্রদর্শনী। একইসঙ্গে আয়োজনে দর্শকদের মুগ্ধ করে জনপ্রিয় সঙ্গীতশিল্পী দিনাত জাহান মুন্নী ও রুনা শেখ এর অনন্য সঙ্গীত পরিবেশনা, আধুনিক নৃত্য এবং নজরকাড়া ফ্যাশন শো। উৎসব উদযাপনে হল ভর্তি দর্শক রাত দেড়টা অবধি বর্ষবরণের এ অনবদ্য আয়োজনটি উপভোগ করেন।